Breaking : পুলিশের অনুমতি নেই, বেহালায় মিঠুনের কর্মসূচি বাতিল

প্রথমবারের জন্য কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় সেই কর্মসূচি বাতিল হয়ে গেল ।
বৃহস্পতিবার চতুর্থ দফার প্রচারের শেষ দিন। তাই অন্তিম দিনের প্রচারে হেভিওয়েট ময়দানে নামানোর সিদ্ধান্ত নেয় দুই শিবির। আর তারই অঙ্গ হিসাবে প্রথমবারের জন্য কলকাতায় বিজেপি-র হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বিজেপি-তে যোগদানের পর গ্রামাঞ্চলে প্রচার চালালেও মিঠুন কখনও কলকাতায় প্রচারে আসেননি। এই প্রথমবার বেহালা থেকে নিজের প্রচার কর্মসূচি শুরু করতেন তিনি।
মিঠুন তাঁর প্রচার শুরু করতেন তৃণমূলের গড় বেহালা থেকে। বৃহস্পতিবার সকালে বেহালা পশ্চিমের হরিসভা এলাকা থেকে তাঁর রোড-শো শুরু হওয়ার কথা ছিল। সেখান থেকে বেহালা পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল আদর্শ পল্লি এলাকায় তাঁর কর্মসূচি শেষ হত। এই রোড-শোয় তাঁর সঙ্গেই থাকতেন বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এর প্রতিবাদে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা । পথ অবরোধের সামিল হন তারা।

Advt

Previous articleচতুর্থ দফায় আরও কড়া কমিশন, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী
Next articleস্বস্তির খবর! আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর