গণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

শনিবার রাজ্যের ৫ জেলায় চলছে ভোটদান পর্ব। আজ চতুর্থ দফার ভোট পর্ব চলছে পশ্চিমবঙ্গে। গণতন্ত্রের উৎসবে সামিল হতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘‌পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি’‌।

আরও পড়ুন-‘হালকা ভাষায় শোকজ শুভেন্দুকে’, উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে কমিশনে লিবারেশন

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটদানের আহ্বান জানিয়ে টুইটারে লেখেন, ‘‌আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’‌।

চতুর্থ দফায় জেলার পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকাতে ভোট চলছে। এদিকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন বুথে ঘটে চলেছে হিংসার ঘটনা।

 

Advt

Previous articleভোটের দিন সকালেই হাওড়া গোলাবাড়ি এলাকায় বোমাবাজি
Next articleপ্রথমবার ভোট দিতে এসে কোচবিহারের শীতলকুচিতে খুন তরুণ