ভোটের দিন সকালেই হাওড়া গোলাবাড়ি এলাকায় বোমাবাজি

শনিবার সকালে ভোট শুরুর কিছুক্ষনের মধ্যেই হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রবল বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  শনিবার সকালে হাওড়ার ওয়াটকিংস লেন ও ডবসন এলাকায় কয়েকটি বহুতলের ছাদ থকে মুহুর্মুহু বোমা ছোড়া হয়। তখন সবেমাত্র ভোটগ্রহন শুরু হয়েছে। ভোটাররা বুথের বাইরে লাইন দিতে শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই ভোটাররা আতঙ্কে লাইন ভেঙ্গে বাড়ি চলে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি করা হয়েছে। যদিও এদিন কে বা কারা বোমা ছুড়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। আবাসনের ভিতর বোমা কোথা থেকে এল, প্রশ্ন উঠেছে তা নিয়েও। পুলিশ তদন্ত শুরু করেছে।গোটা এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ ঘিরে রেখেছে।

Advt

Previous articleভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা, অভিযোগের তির আইএসএফের দিকে
Next articleগণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর