ভোটের দিনই ধেয়ে আসছে কালবৈশাখী , বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

ভোটের দিন মুখভার আকাশের। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে রেহাই পেয়ে খুশি রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানান হয়েছে ধেয়ে আসছে কালবৈশাখী। সেইসঙ্গে কয়েকঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গের বেশ কয়েকটি জেলা।
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে।৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কয়েকঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি , দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রি।

Advt

Previous articleবুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ জানাতে কসবা থানায় বিজেপি প্রার্থী
Next article‘ভোট-চতুর্থী’তে ভোটের লাইনে অঞ্জনা, লাভলি, যশ, শ্রাবন্তী, হিরণ