এত বড় গণহত্যা আগে কখনও হয়নি, বুলেটের জবাব ব্যালটে: মমতা

এত বড় গণহত্যা আগে কখনও হয়নি। গণহত্যা, গণতন্ত্রের হত্যা- রবিবার, জলপাইগুড়ির (Jalpaiguri) সভা থেকে শীতলকুচির ঘটনা নিয়ে তোপ দাগলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই। চক্রান্ত করেই ভোটের লাইনে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর মতে, বুলেটের জবাব ব্যালটে দিতে হবে।

যাঁরা মারা গিয়েছেন তাঁদের পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাঁরা সবাই গরিব শ্রমিক। তাঁরা ভোট দিতে গিয়েছিল। বিনা প্ররোচনায় গুলি করা হয়েছে। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, যদি ওখানে গোলমাল হয়ে থাকে তাহলে কেন আগে কাঁদানে গ্যাস বা রবার বুলেট ছোড়া হল না।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির নির্দেশেই কাজ করছে। শীতলকুচিতে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন মমতা। একই সঙ্গে তিনি বলেন, বুলেটের জবাব ব্যালটে দিতে হবে। গণতান্ত্রিক উপায়ে বিজেপিরকে হারিয়ে এই ‘গণহত্যা’র জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: শান্তিপুরে আজই শাহর পাল্টা সভা কুণালের

Advt

Previous articleশান্তিপুরে আজই শাহর পাল্টা সভা কুণালের
Next articleরিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হার বার্সেলোনার