সুপ্রিম কোর্টে করোনা- হানা, শুনানি হবে ভার্চুয়ালি

সুপ্রিম কোর্টেও হানা দিয়েছে করোনাভাইরাস৷
শীর্ষ আদালতের (Supreme Court) অসংখ্য কর্মী করোনা আক্রান্ত৷ এই তথ্য প্রকাশ্যে আসার পরই সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে ভার্চুয়াল (virtual hearing) মাধ্যমে শুনানি হবে। বাড়ি থেকেই রায় ঘোষণা করবেন বিচারপতিরা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রায় ৫০ শতাংশ কর্মী করোনা আক্রান্ত ৷ সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে৷ শীর্ষ আদালতের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানো হবে৷ ইতিমধ্যেই আদালত চত্বর, এজলাশ, সমস্ত ঘরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এদিকে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেশের করোনা-গ্রাফ আকাশ ছুঁতে চলেছে৷ একদিনে দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।

Advt

Previous articleশীতলকুচি কাণ্ড: কে অর্ডার দিলো? গুলি চালানো পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন
Next articleচোখ রাঙাচ্ছে করোনা, একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৯১২