বাংলা নববর্ষে প্রকাশিত হল নতুন বই। কুণাল ঘোষের ( kunal ghosh) গল্পসংকলন “গল্প ঠিক গল্প নয়।” দেব সাহিত্য কুটির ( deb sahitya kutir) দফতরে বইটি প্রকাশ করেন সংস্থার কর্ণধার ও দুই প্রকাশক রাজর্ষি মজুমদার ( rajarshi majumder) ও রূপা মজুমদার ( rupa majumder)। দাম 100 টাকা। আটটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে এখানে। এবার নববর্ষে আরও কয়েকটি আকর্ষণীয় বই প্রকাশ করেছে দেব সাহিত্য কুটির।
প্রাপ্তিস্থান: দেব লাইব্রেরি, ১ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজ স্ট্রিট। অনলাইনে অর্ডার devsahityakutir.com website, বা boichoi.com বা কলকাতার মধ্যে হলে ফোনে অর্ডার 03323504295, 03323504294, 03323597887, delivery charge এক্সট্রা।
