Friday, August 22, 2025

জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে রয়েছেন মুকুল: বীজপুরের সভা থেকে ধুয়ে দিলেন কুণাল

Date:

বীজপুরে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে তুলোধোনা করলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, প্রথমে বীজপুর (Bijpur) বিধানসভা কেন্দ্রের কাঁচরাপাড়া ও পরে ভূতবাগান সংলগ্ন এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারসভা করেন দলীয় মুখপাত্র। কাঁচরাপাড়া-সহ বিজপুর মুকুল রায়ের (Mukul Roy) এলাকা বলে পরিচিত। আর সেখানে দাঁড়িয়ে তাঁর দলবদল নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি স্পষ্ট জানান, জেলে যাওয়ার ভয়েই বিজেপিতে গিয়েছেন মুকুল রায়।

কুণাল ঘোষ বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) অত্যন্ত কাছের লোক ছিলেন মুকুল। কিন্তু এজেন্সির ভয়ে তিনি দল ছেড়ে বিজেপিতে যান। গত জুলাইয়ে মুকুলের তৃণমূলে ফেরার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জেলে যেতে হবে এই ভয়ে আর তৃণমূলে ফেরেননি বিজেপি (Bjp) নেতা। কুণাল বলেন, ইডি-সিবিআইয়ের (Ed-Cbi) ভয়ে বিজেপির কোলে আশ্রয় নিয়েছেন মুকুল। একদিন তার বিচার হবে। কিন্তু তার আগেই জনতার দরবারে তাঁর পরাজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তৃণমূল মুখপাত্র।

 

তৃণমূল মুখপাত্র বলেন, শুধুমাত্র মুকুল রায়ের ছেলে বলে শুভ্রাংশু রায়কে (Subhranshu Ray) সব রকম সুবিধা দিয়েছে দল। তাঁকে যুব তৃণমূলের সম্মানীয় পদ দেওয়া হয়েছিল। যেদিন মুকুল রায় বিজেপিতে যোগ দেন, সেদিনও শুভ্রাংশু বলেন, তিনি তৃণমূল পরিবারের অংশ। কিন্তু পরে স্বার্থের খাতিরে তিনিও দল ছেড়ে চলে যান।

বীজপুরে দলবদলুদের ভোট না দেওয়ার আহ্বান জানান কুণাল ঘোষ। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন”।

 

জনসভায় যখন কুণাল বলছেন, মুকুল রায়ের জন্য তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তখন তাঁর কথার সমর্থনে হাততালি দিয়ে ওঠেন সভায় উপস্থিত জনতা। দলবদলুদের নাম উচ্চারণ হতেই ভিড়ে ঠাসা সভা থেকে ‘গদ্দার’ আওয়াজ ওঠে।

এদিন নরেন্দ্র মোদির বাংলা নিয়েও কটাক্ষ করেন কুণাল। মোদির ‘পদ্মের’ বিকৃত উচ্চারণ নিয়ে সভায় হাসির রোল ওঠে।

কুণাল বলেন, তেসরা মে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ফের যাবেন বীজপুরে। সভা থেকে তখন আওয়াজ ওঠে ‘আসতেই হবে’।

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন উপসর্গগুলি সম্পর্কে জেনে নিন

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version