আজ শনিবার পূর্ব বর্ধমানের কালনা থানার কাকুলিয়াতে
দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে উচ্ছ্বাসে ভাসলেন সাংসদ শতাব্দী রায় । তিনি বলেন, মানুষের ঊচ্ছ্ব্বাস দেখে বোঝাই যাচ্ছে তৃণমূল জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা মুখ একটা আবেগ। মমতার হাতেই নিরাপদ বাংলা । পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে বিশেষ ভাবে সজাগ। তাই তিনি যেখানেই দাঁড়াবেন জিতবেন ।
শনিবার প্রচন্ড গরম এবং রোদ্দুর উপেক্ষা করে তৃণমূল কর্মী সমর্থকরা শতাব্দীর জনসভায় ভিড় করেন।
শতাব্দী রায় বলেন, ১০ বছর ধরে যে উন্নয়ন হয়েছে বাংলায়, তা বাংলার মানুষ জানে। তৃণমূল এবারও সরকার গড়বে এবং সেই উন্নয়নের ধারাবজায় থাকবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আশা-ভরসা এখনও আছে।