সদ্য বিদায়ী CEC সুনীল অরোরা এবার গোয়ার রাজ্যপাল? তুমুল জল্পনা

বিষয়টি এতদিন জল্পনার স্তরে ছিলো, এবার বাস্তবের ছোঁয়া লাগতে চলেছে৷

কিছুদিন আগে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার ‘যুগান্তকারী’ রায় দেওয়া দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অবসর নেওয়ার পরই রাজ্যসভার সদস্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President of India)৷

দিল্লির ‘পাওয়ার করিডোর’-এ গুঞ্জন, এবার পালা দেশের সদ্য প্রাক্তণ মুখ্য নির্বাচন কমিশনার, (CEC) বিজেপি-ঘনিষ্ঠ সুনীল অরোরা’র (Sunil Arora)৷ জল্পনা চরমে, অরোরাকে গোয়ার (Goa) রাজ্যপাল (Governor) পদে নিয়োগ করতে চলেছেন রাষ্ট্রপতি৷

গত সোমবার CEC পদে অবসর নিয়েছেন সুনীল অরোরা৷ মোদি সরকার তথা বিজেপির শীর্ষস্তরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সুনীল অরোরা CEC পদে থাকাকালীন বারংবার অভিযুক্ত হয়েছিলেন গেরুয়া শিবিরের ‘পছন্দের লোক’ হিসাবে৷ রাজস্থান ক্যাডারের ১৯৮০ ব্যাচের IAS অফিসার সুনীল অরোরা কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন৷ ২০১৭ সালে নির্বাচন কমিশনে যোগদানের আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব ছিলেন৷ রাজস্থানের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের প্রধান সচিবও তিনি ছিলেন৷ এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তির সময় তিনি ইণ্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান ছিলেন৷ এই মুহুর্তে গোয়ার রাজ্যপালের পদ শূন্য ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এখন গোয়ার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই পদেই সুনীল অরোরাকে নিয়োগ করা হচ্ছে বলে দিল্লিতে তুঙ্গে জল্পনা৷

আরও পড়ুন- সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোটগ্রহণ কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

Advt

Previous articleরাজ্যে পঞ্চম দফায় নজরকাড়া প্রার্থী কারা?
Next articleরাজনীতির গণ্ডী পেরিয়ে ‘চিকিৎসক’ সূর্যকান্ত