রাজনীতির গণ্ডী পেরিয়ে ‘চিকিৎসক’ সূর্যকান্ত

আদতে তিনি আগে একজন চিকিৎসক এবং পরে রাজনীতিবিদ, রাজনৈতিক ভোটপ্রচারেও তার প্রমাণ দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

কি হয়েছিল শুক্রবার? দুর্গাপুর পূর্ব সিপিএম মনোনীত প্রার্থী আভাস রায় চৌধুরী ও দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস মনোনীত প্রার্থী দেবেশ চক্রবর্তীর সমর্থনে বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত রোড় শো-এ অংশগ্রহণ করেন করেন সূর্যকান্ত মিশ্র। এই র‍্যালিতে আদিবাসী মহিলাদের একটি নাচের দল মিছিলের শুরুতেই নৃত্য প্রদর্শন করছিলেন। সে সময় হঠাৎই এক আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়েন।

সাথে যখন ডাক্তারবাবু তখন চিন্তা কিসের! হুডখোলা জিপ থেকে নেমে এসে সুর্যকান্ত মিশ্র ওই মহিলার চিকিৎসা শুরু করেন। নজিরবিহীন এই ছবি এদিন দেখল দুর্গাপুরের মানুষ। হতে পারেন তিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক, তবে তার আগে তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি সুর্য্যকান্ত মিশ্র। কিছুক্ষণ পর অবশ্য ওই মহিলা সুস্থ হয়ে ওঠেন।  অত্যাধিক গরমের কারনেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

আরও পড়ুন- সদ্য বিদায়ী CEC সুনীল অরোরা এবার গোয়ার রাজ্যপাল? তুমুল জল্পনা

Advt

Previous articleসদ্য বিদায়ী CEC সুনীল অরোরা এবার গোয়ার রাজ্যপাল? তুমুল জল্পনা
Next article‘আমি অন্য কোথাও যাব না,’ বিজেপি বিরোধী বাংলা গান পৌঁছে গেল পাহাড়েও