Friday, August 29, 2025

করোনার জের : মোদির ২ দিনের ৪ জনসভা হবে একদিনে

Date:

Share post:

চলতি মাসের  ২২ এবং ২৪ তারিখ  দুটি করে মোট চারটি জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু করোনার মাত্রাতিরিক্ত সংক্রমণের জেরে মোদির ৪ সভা হবে একই দিনে।  ২২ এপ্রিল মালদহ ও মুর্শিদাবাদে এবং ২৪ এপ্রিল বোলপুর ও দক্ষিণ কলকাতায় সভা করার কথা ছিল মোদির। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই চারটি সভাই হবে ২৩ এপ্রিল। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে কোন সভা কখন হবে তা এখনও জানানো হয়নি। তবে পরিস্থিতির গুরূত্ব বিচার করে  এবং  সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শেষ মুহূর্তে মোদির কর্মসূচিতে রদবদল হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে।

চার জনসভা একদিনে হলেও সভাগুলি হবে পুরোপুরি কোভিড বিধি মেনে।  মোদির সভায় সর্বত্র শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। ঠাসাঠাসি ভিড় এড়াতে চারটি বড় এলইডি স্ক্রিন বসানো হবে সভাস্থলের বিভিন্ন জায়গায়। বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে যাঁরা আসেন তাঁদের সভার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট (COVID Test) করানো বাধ্যতামূলক। এবার থেকে সেই নিয়মে আরও কড়াকড়ি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। কর্মীদের কথা ভেবে সভাস্থলের নানা জায়গায় পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হবে। সমাবেশে স্বেচ্ছাসেবকদের সারাক্ষণ মাস্ক পরে ধাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সমাবেশে আসা  সকলেই যেন মাস্ক পরে থাকেন তাও নিশ্চিত করতে হবে। যাদের মাস্ক থাকবে না, তাদের দলের পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে।

Advt

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...