সকালে ৪ ঘণ্টা  খোলা থাকবে দুধের দোকান! নয়া নির্দেশিকা মহারাষ্ট্রে

করোনা পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার ৷ মুদিখানা, সবজি ও দুধের দোকান সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ খাবারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৷বেকারি, ফলের দোকান, কনফেকশনারি এবং মাছ, মাংস, ডিমের দোকানসহ যে কোনও খাবারের দোকানও সকাল 7 টা থেকে বেলা 11 টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে নতুন নিয়মে ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবথেকে বেশি লেগেছে মহারাষ্ট্রে ৷ যে দশটি রাজ্য থেকে দেশের দৈনিক করোনা আক্রান্তের ৭৮শতাংশের হদিশ পাওয়া যাচ্ছে, তার মধ্যে উপরের দিকেই রয়েছে মহারাষ্ট্র ৷ রবিবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল ৬৮ হাজার ৬৩১ ৷

১৪ এপ্রিল থেকে ১৫দিনের করোনা কার্ফু চলছে সেখানে ৷

Advt

Previous articleনির্বাচন মিটলেই লকডাউন চাইছে কেন্দ্র, মানুষের পাশে থাকবে তৃণমূলই: অভিষেক
Next article‘যথেষ্ট প্রচার হয়েছে, এবার মানুষ ভেবে দেখবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির