Thursday, August 28, 2025

ভোটের দিন বারাকপুরে বিশেষ নজর রাখার নির্দেশ খোদ মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

বারাকপুরের ভোট নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ উদ্বেগ এতটাই যে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র নিজেই ওই এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আলাদা নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷

আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৩টি আসনে। ওই ১৩ আসনের মধ্যে কমিশন (ECI) সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বারাকপুরকে (BARRACKPORE)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, খোদ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল চন্দ্র (Sushil Chandra) নিজেই এই এলাকায় বিশেষভাবে রাখতে হবে অতিরিক্ত ৫ QRT বা কুইক রেসপন্স টিম মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷ এছাড়াও বারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে৷

বৃহস্পতিবার ভোট হবে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর আসনে। এর মধ্যে বারাকপুর বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ এসেছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন (Chief election Commissioner) কমিশনার সুশীল চন্দ্র।
এই নির্দেশের পরেই সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত ৫টি QRT ভ্যান। ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে। প্রয়োজনে বাড়তি বাহিনীও দেওয়া হবে৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version