করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গবাসী, মৃত্যু ও সংক্রমণে রেকর্ড মারণ ভাইরাসের

করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় ভোটবঙ্গ! মারণ ভাইরাসের আতঙ্কে কাঁপছে রাজ্যবাসী। বাংলায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী। সংক্রমণের নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে পূর্বের ৩৪ ঘন্টার রেকর্ড। লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও।

এরই মধ্যে আজ, শুক্রবার ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল রাজ্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৮৭৬। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০। একদিনে করোনায় মৃত্যু ৫৯ জন। রাজ্যে মোট করোনায় মৃত্যু হয়েছে ১০৮২৫ জনের। এমনটাই জাবিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শহর কলকাতায়। শহরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২৮৩০ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ২৫৮৫ জন।

আরও পড়ুন- কৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা

Advt

Previous articleকৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা
Next articleসুকিয়া স্ট্রিটের চায়ের দোকানে হঠাৎ কুণাল- সুজাতা, চলে এলেন প্রার্থী বিবেক গুপ্তাও