Thursday, August 28, 2025

এখনও বাকি দু’‌দফার নির্বাচন। এবারের নির্বাচনে কংগ্রেস, বাম এবং আইএসএফ যৌথভাবে লড়ছে। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রায় শেষলগ্নে এসে জোটধর্ম চুলোয় দিয়ে সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqi) । অভিযোগ করলেন, বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর গোপন আঁতাঁতেরও। এছাড়াও মুর্শিদাবাদে উন্নয়ন না হওয়ার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন আব্বাস।

ঠিক কী বলেছেন আব্বাস?‌ বৃহস্পতিবার মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার ইসলামপুর নেতাজি পার্কে আয়োজিত জনসভায় আইএসএফ প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকি সরাসরি জানিয়ে দেন, ‘‌মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আইএসএফের কোনও জোট হয়নি। আমার মনে হয়, বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। তাই রানিনগর বিধানসভায় বাম–গণতান্ত্রিক–ধর্মনিরপেক্ষ শক্তির জোটসঙ্গী আইএসএফ মনোনীত ‘খাম’ প্রতীকের প্রার্থী মাসুম রেজাকে আপনারা ভোট দিন। কংগ্রেস এতদিন রাজত্ব করেও মুর্শিদাবাদ জেলায় একটাও বিশ্ববিদ্যালয় করেনি। তাই ওদের আর সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। রানিনগর থেকে এবার খাম চিহ্নে ভোট দিয়ে মাসুম রেজাকে জেতান।’‌

কংগ্রেসের পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি আব্বাস। বিজেপির সমালোচনা করে বলেন, ‘‌সাত বছর আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। একটাও বিকাশ হয়নি। বরং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বিজেপি ক্ষমতায় আসা মানে অসমের মতো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাই ওদের ভোট দেবেন না’। এরপর অধীর প্রসঙ্গে বলেন, ‘জোটে এই মুর্শিদাবাদে তিনটি ও মালদহে দু’টি আসন চেয়েছিলাম। কিন্তু অধীর চৌধুরী তা মানেননি। তাই আমরা ওই জায়গাগুলোয় প্রার্থী দিয়েছি।’‌

আরও পড়ুন- সুকিয়া স্ট্রিটের চায়ের দোকানে হঠাৎ কুণাল- সুজাতা, চলে এলেন প্রার্থী বিবেক গুপ্তাও

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version