করোনার কারণে পিছিয়ে গেল বাগানের এএফসি কাপের প্রস্তুতি শিবির

করোনার ( corona) কারণে পিছিয়ে গেল এটিকে মোহনবাগানের ( atk mohunbagan)এএফসি কাপের ( AFC cup) প্রস্তুতি। ২৬ এপ্রিল থেকে যুবভারতীর অনুশীলন কেন্দ্রে প্রাক্টিস শুরু কথা ছিল বাগান ব্রিগেডের। কিন্তু করোনার কারণে এখন বন্ধ থাকছে বাগানের প্রস্তুতি শিবির। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিদেশি ফুটবলাররাসহ বাগান কোচ হাবাসকে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

১৪ মে এএফসি কাপের অভিযান শুরু করবে বাগান ব্রিগেড। তারই প্রস্তুতি ২৬ তারিখ থেকে করার কথা ছিল মোহনবাগানের। দু-সপ্তাহ অনুশীলন করে মালদ্বীপে যাওয়ার কথা ছিল প্রীতম কোটাল, রয় কৃষ্ণাদের। কিন্তু করোনার কারণে এখনই অনুশীলনে নামবে না বাগান ফুটবললার।

এটিকে মোহনবাগানের পক্ষ থেকে এক কর্তা বলেন, এরকম পরিস্থিতিতে অনুশীলন শুরু করা যাবে না। আগে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, তারপর সব। পরিস্থিতি ঠিক হলে আমরা কোচ ফুটবলারদের বিমানের টিকিট পাঠিয়ে দেব।”

আরও পড়ুন:নাইটদের বিরুদ্ধে জয়ের পিছনে বোলারদেরই কৃতিত্ত্ব দিলেন সঞ্জু

Advt

Previous articleজাতি, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে সচেতনতার বার্তা দিলেন রাজ
Next article‘সিস্টেম ফেল’, দলীয় কাজ ছেড়ে কর্মীদের মানুষকে সাহায্যের নির্দেশ রাহুলের