সপ্তম দফার নির্বাচনে রাজ্যের ৫ জেলায় মেগা ফাইট

করোনা পরিস্থিতির মধ্যেও সোমবার সপ্তম দফায় রাজ্যের ৫ জেলার ৩৪টি আসনে শুরু হতে চলেছে ভোটগ্রহণ পর্ব । সপ্তম দফায় মোট ৩৬টি আসনে ভোটের কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত হয়েছে। ওই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে। সোমবার দক্ষিণ দিনাজপুরের ৬ এবং পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট হবে। এ ছাড়া মালদহের ১২টির মধ্যে ৬, মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে ৯ (সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বাদে) এবং কলকাতার ১১টি আসনের মধ্যে ৪টি রয়েছে এই তালিকায়।

সপ্তম দফায় মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা প্রার্থী। এই দফায় কলকাতায় মোতায়েন থাকবে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ , সোমবার ৫ জেলার মধ্যে কলকাতার ৪ টি আসনে ভোট রয়েছে। সেগুলির মধ্যে হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনে ভোট হবে। কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর । মালদহ-র ৬ টি আসনের মধ্যে রয়েছে, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া। মুর্শিদাবাদের ৯ আসন, ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। এবং পশ্চিম বর্ধমানের ৯ টি আসন, যথাক্রমে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি ভোটগ্রহণ হবে।
Advt
Previous articleহায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় দিল্লির
Next articleভাটপাড়া আছে ভাটপাড়াতেই, এবার বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের