Friday, November 14, 2025

করোনা নিয়ে কমিশনকে তুলোধনা কোর্টের, ভর্ৎসনায় গাত্রদাহ বিজেপির!

Date:

দেশে করোনার (covid) দ্বিতীয় ঢেউ ছড়ানোর জন্য দায়ী ভারতের নির্বাচন কমিশন (election commission of india)। করোনা অতিমারির সংকটের জন্য তাদের ভূমিকাকে দায়ী করে সোমবার এই সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেছে মাদ্রাজ হাইকোর্ট (madras high court)। তাৎপর্যপূর্ণভাবে কমিশনের বিরুদ্ধে কোর্টের সমালোচনায় বেজায় রুষ্ট বিজেপি (bjp)। অন্য রাজনৈতিক দলগুলি যখন কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে তখন বিজেপির গাত্রদাহ বুঝিয়ে দিলেন স্বয়ং সভাপতি জেপি নাড্ডা (nadda)।

সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, “আপনাদের প্রতিষ্ঠানই এককভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী। বর্তমান পরিস্থিতির জন্য কমিশনের কর্তাদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত।” নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “যখন রাজনৈতিক দলগুলি নির্বাচনী সমাবেশ, জমায়েত করছিল তখন কি আপনারা অন্য গ্রহে ছিলেন?”

কমিশনকে কড়া ভাষায় কোর্টের তুলোধনার পর তাৎপর্যপূর্ণভাবে বিরোধিতার সুর শোনা গেল বিজেপি সর্বভারতীয় সভাপতির গলায়। আদালতের মন্তব্য নিয়ে পালটা এদিন নাড্ডাকে বলতে শোনা যায়, “এটা মাদ্রাজ হাইকোর্টের রায় না পর্যবেক্ষণ? আমি একটা কথাই বলব, বিচারপতিদের ভাষা সম্পর্কে সতর্ক থাকা উচিত।” যদিও আদালতের মন্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। করোনা অতিমারির মধ্যেও বাংলায় আটদফা ভোট করার সিদ্ধান্তে অবিচল থেকেছে। মোদি-শাহের কথাতেই কাজ করে চলেছে এই সংস্থা। বাংলায় করোনা ছড়ানোর জন্য তাদের দায় নিতেই হবে।

আরও পড়ুন- চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version