Friday, November 14, 2025

দেশের অক্সিজেন সংকটের জন্য দায়ী রাজ্য না কেন্দ্র? জেনে নিন

Date:

*বিজেপির আইটি সেল একটি মিথ্যে কথা* ছড়িয়ে বেড়াচ্ছে যে কেন্দ্র অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য *পিএম কেয়ারের টাকা* বরাদ্দ করে দিয়েছে, কিন্তু *তৈরি না হওয়ার দোষ রাজ্যর।*

অথচ এগুলো *রাজ্য সরকারের প্রজেক্টই না।* কোন রাজ্য সরকারের কেন্দ্র থেকে টাকা পাওয়ারও কথা না, পায় ও নি। এর টেন্ডার ডাকা থেকে, ইন্সটলেশান সবই *কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনের CMSS এর দায়িত্ব।* কাজটি এখনও পর্যন্ত পুরোপুরি ওরাই করছে।

*পুরো বিষয়টি দেখে নেওয়া যাক।*

 

পিএম কেয়ার থেকে ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৫৪.১৯ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট ১৬২ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের জন্য ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং সেন্ট্রাল মেডিক্যাল সাপ্লাই স্টোর (CMSS) এই কাজ দেখাশোনা করবে।

 

* মোট প্রকল্প ব্যয়ের মধ্যে CMSS এর সরবরাহ ও পরিচালনার জন্য ১৩৭.৩৩ কোটি এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির জন্য প্রায় ৬৪.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

* যেসব সরকারি হাসপাতালে এই প্ল্যান্ট তৈরী হবে, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে পরামর্শ করে সেগুলি চিহ্নিত করা হয়েছে।

 

* প্রতিটি প্ল্যান্টে প্রথম ৩ বছরের জন্য ওয়ারেন্টি থাকছে এবং প্রকল্পটি পরবর্তী ৭ বছরের জন্যে CAMC (Comprehensive Annual Maintenance Contract) অন্তর্ভুক্ত রয়েছে।

 

* প্ল্যান্ট গুলি নিয়মিত দেখাশোনার দায়িত্ব হাসপাতাল এবং সংশ্লিষ্ট রাজ্যের। CAMC-র পর সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব হাসপাতাল ও সংশ্লিষ্ট রাজ্য বহন করবে।

 

 

*এবার কিছু তথ্য দেখে নেওয়া যাক:*

 

১। কোন রাজ্য সরকার এই প্ল্যান্ট গুলো তৈরির জন্য কেন্দ্রের থেকে টাকা পায়নি।

 

২। এর টাকা কেন্দ্র সরকারের কাছে, টেন্ডার ডেকেছে কেন্দ্র সরকার (অক্টোবর-২০২০ সালে), সব স্থির হওয়ার পর প্রেস বিজ্ঞপ্তি ও দিয়েছে কেন্দ্র (জানুয়ারি-২০২১ সালে)। কবে এগুলো তৈরি হবে, তাও জানে কেন্দ্র সরকার। এমনকি ১৮ই এপ্রিল কেন্দ্র সরকার আরও দুটি টুইট করে দাবি করেছে এপ্রিল এবং মে মাসের শেষে যথাক্রমে ৫৯ এবং ৮০ টি প্ল্যান্ট তৈরি হবে।

 

*অথচ, কিছু লোক (বিজেপির আই টি সেল) যথারীতি ধান্দাবাজি করে, মিথ্যে বলে দিল্লী, মহারাষ্ট্র, বাংলা ইত্যাদি রাজ্যের ঘাড়ে এই ভয়াবহ ব্যর্থতার দোষ চাপাতে চাইছে। যখন এত মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, সেখানেও এদের এই রাজনীতি আর ধান্দাবাজি করার মানসিকতা হয়?*

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version