৯৩টি অক্সিজেন-প্ল্যান্ট তৈরির অনুমোদন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

সংক্রমণের সঙ্গে লড়াইয়ে আরও শস্ত্র-সজ্জিত হতে চলেছে রাজ্য৷

কেন্দ্রের কাছে আরও ৯৩টি অক্সিজেন-প্ল্যান্ট ( Oxygen Plant) তৈরি করার অনুমোদন চেয়ে চিঠি দিলো রাজ্য সরকার৷ এই ৯৩টি প্ল্যান্টের মধ্যে ৫টির সবুজ সংকেত পেয়েও গিয়েছে রাজ্য৷

নবান্ন সূত্রে খবর, অক্সিজেন-সংকটের সময় এক সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে রাজ্যে প্রতিদিন ২৯৩ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন হচ্ছে৷ উৎপাদিত অক্সিজেনের কিছুটা মজুতও রয়েছে৷ এর পর নতুন প্ল্যান্ট তৈরি হলে রাজ্যে আগামীদিনে অক্সিজেন-সংকট হবেনা৷ রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে৷ রাজ্য আপাতত কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়৷

আরও পড়ুন- শুধু বাইরে নয়, ঘরেও মাস্ক পরে থাকুন, নির্দেশ কেন্দ্রের

Previous articleশুধু বাইরে নয়, ঘরেও মাস্ক পরে থাকুন, নির্দেশ কেন্দ্রের
Next articleমাধ্যমিক নিয়ে অনিশ্চয়তা, একাদশে ভর্তি নিচ্ছে কিছু স্কুল!