Saturday, December 20, 2025

অ্যান্টিবডি তৈরি হচ্ছে না সংক্রমিতদের শরীরে, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Date:

Share post:

জেট-গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বারবার ফিরে আসার কারণ হিসেবে এক সমীক্ষায় দেখা যাচ্ছে সংক্রমিতদের শরীরে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি। ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনমতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ছাড়াচ্ছে সাড়ে ৩ লাখের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বে এখন সংক্রমণের শীর্ষে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত।

মার্চ মাসে ভারতের ১৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ‘কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষা জানাচ্ছে, মোট ১০,৪২৭ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে অ্যান্টিবডি তৈরি হয়েছে মাত্র ১০.১৪ শতাংশের শরীরে। কার্যত এই রিপোর্ট পেয়ে মাথায় হাত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, করোনাভাইরাসের বিরুদ্ধে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে শুধুমাত্র টিকা আর ওষুধের সাহায্যে কোভিড-দমন খুবই কঠিন।

আরও পড়ুন-শ্বাসকষ্ট শুরু হওয়ায় মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, মৃত্যু হল করোনা আক্রান্তের

অনেকের শরীরে আবার অ্যান্টিবডিগুলি ৫-৬ মাসের মধ্যেই দুর্বল হয়ে পড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির আবার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। সিএসআইআর-এর গবেষক শান্তনু সিং বলেছেন, গত সেপ্টেম্বরে দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ শীর্ষে উঠেছিল কিন্তু অক্টোবর থেকে করোনা গ্রাফ নিম্নমুখী হয়। কিন্তু ‘কার্যকরী অ্যান্টিবডির অভাবে’ ফের মার্চ মাস থেকে সংক্রমণের গতি বাড়তে শুরু করে। তিনি আরও বলেন, “আমদের গবেষণায় দেখা গিয়েছে নিউক্লিওক্যাপসিড প্রোটিন বিরোধী অ্যান্টিবডি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অ্যান্টিবডি তৈরির পরেও প্রায় ২০ শতাংশ ব্যক্তির দেহে ৫-৬ মাস পরে তার কার্যকারিতা কমে যায়। ফলে দ্বিতীয় বার সংক্রমণের ঝুঁকি বাড়ে।”

সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছিলেন যাঁরা ধূমপান করেন, তাঁদের ফুসফুসের দুরাবস্থার কারণে করোনার প্রভাব মারাত্মক আকার নিচ্ছে। কারণ করোনাভাইরাসের কবলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। সমীক্ষায় দেখা গেছে ধূমপান করার ফলে ফুসফুস অনেকটাই দূর্বল হয়ে পড়ে। তাই করোনা সহজেই ফুসফুসে থাবা বসাতে পারে। তাছাড়াও চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ধূমপান করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। সেক্ষেত্রে সংক্রমিত রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন।

Advt

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...