করোনা আবহে দেশজুড়ে বিজয় মিছিল নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে সংক্রমণ৷ ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে মৃত্যুহার৷

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ECI) ভোট গণনার দিন যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ ঘোষণা করলো৷ নির্বাচনের ফল প্রকাশের পর ছোট-বড় কোনও ধরনের বিজয় মিছিল করা যাবে না। মঙ্গলবার কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মাদ্রাজ হাইকোর্টের (Madras Highcourt) ধমকের পর নিজেদের ‘সক্রিয়’ দেখাতেই এই পদক্ষেপ কমিশনের৷

একইসঙ্গে কমিশন এদিনই জানিয়েছে, গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে-র আগে RT-PCR টেস্ট বা করোনা পরীক্ষা করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। এই পরীক্ষার রিপোর্ট দেখিয়েই ঢুকতে হবে গণনা-কেন্দ্রে৷

প্রসঙ্গত, সংক্রমণের এই মারমুখী চেহারার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ সোমবার এক মামলার পর্যবেক্ষণে তিনি বলেন, গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল অমান্য করে চালিয়ে যাওয়া ভোট প্রচার বন্ধ না-করে, নির্বাচন কমিশন দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে। এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।একইসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনে ভোটগণনা বন্ধ করে দেওয়া হবে বলেও কমিশনকে সতর্ক করেন৷ নির্বাচন কমিশনকে নিশানা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “কোভিড প্রোটোকল মেনে চলার জন্য আদালতের নির্দেশ থাকলেও রাজনৈতিক দলগুলি যখন তা না-মেনেই প্রচার চালিয়েছেন, তখন আপনারা কোনও পদক্ষেপ করেননি। সাংবিধানিক এক কর্তৃপক্ষকে এ ভাবে বিষয়টি মনে করিয়ে দিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক”৷
কীভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, কমিশনের কাছে জানতে চায় আদালত৷

আর নজিরবিহীন ওই ভর্ৎসনার পরই এদিন কমিশনের এই কড়া ঘোষণা।

Advt

Previous article২০২২ কমনওয়েলথ গেমসের টি-২০ ক্রিকেটে ভারতের প্রমীলা ব্রিগেড
Next articleউত্তরবঙ্গ থেকে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ লাইভ করবেন, শিলিগুড়ির অফিসে ঘোষণা কুণালের