করোনা পরিস্থিতিতে মালদহ মেডিক্যালে চালু নয়া পরিষেবা

করোনা পরিস্থিতিতে মালদহ (Maldah) জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medical College Hospital) উদ্যোগে চালু হল ২৪ ঘণ্টা টেলি চিকিৎসা পরিষেবা। এ বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, কোভিডের (Covid) এই দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন তাঁদের হাসপাতালে প্রায় ১৫০০ লালারস পরীক্ষা হচ্ছে। প্রতিদিন প্রায় গড়ে ৪০% রিপোর্ট পজেটিভ আসছে।

জেলায় এই বিপুল সংখ্যক কোভিড আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে তাঁদেরকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য মালদহ মেডিক্যাল কলেজের ১০ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি টেলি চিকিৎসা পরিষেবা ইউনিট গড়ে তোলা হয়েছে।
চিকিৎসকদের নাম ও মোবাইল নম্বর নীচে দেওয়া হল।

চিকিৎসকদের নাম ও মোবাইল নম্বর-

ডাঃ বিক্রমকুমার সাহা ৯৪৩৩২৩০৮৮৮

ডাঃ অভিজিৎ সাহা ৯৮৮৩০২৬৮৮৪

ডাঃ পীযূষকান্তি মণ্ডল, ৯৪৩৩১১৬৯৬৮

ডাঃ আবদুল্লা মহম্মদ হান্নান, ৯৪৭৪১৭৪৭১৭

ডাঃ শাস্বত ঘোষ ৮৩৩৫৮৮৬৫৯০

ডাঃ অনিমেষ মণ্ডল ৯৭৪৮৯২২৯৯৭

ডাঃ নাইমুল হক ৯৬১৪৫৭১৬৭৭

ডাঃ অজয় আগরওয়ালা ৯৪৭৫৩৭৭৭০৭

ডাঃ দীপঙ্কর কাজি ৯৮৩১২৬৪৪৮৫

ডাঃ ভাস্কর মুখোপাধ্যায় ৯৮৩০৩৪০৯৯৭

করোনা সংক্রান্ত যেকোনো সমস্যায় এই চিকিৎসকদের ফোন করে পরামর্শ নেওয়া যাবে বলে জানিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার।

Advt

 

Previous article‘জাতীয় বিপর্যয়’ চলছে, কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট
Next article১ জন করোনা রোগীর থেকে সংক্রমিত হতে পারেন ৪০৬ জন! বলছে ICMR