একুশের চলতি হাইভোল্টেজ ও ম্যারাথন নির্বাচনে (West Bengal Assembly Election 2021) দুঃস্বপ্ন হয়ে থাকবে চতুর্থ দফার ভোটগ্রহণ (4th Phase Poll)। গত ১০ এপ্রিল ভোট চতুর্থীতে কোচবিহারের (Coachbihar) শীতলকুচির (Shitalkuchi) জোড়পাটকির আমতলি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬ নম্বর বুথে (Booth No 126) কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে মৃত্যু হয় এলাকার ৪ তরতাজা যুবকের। যা নিয়ে রাজ্য রাজনীতি এখনও উত্তাল। তৃণমূল (TMC)-সহ বিজেপি (BJP) বিরোধী দলগুলি এই ঘটনাকে “পরিকল্পিত খুন” বলে দাবি করেছে। তাদের সেই দাবি আরও জোরালো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর। ভোটের দিন তুমুল অশান্তি ও বাহিনীর গুলিতে চারজনের নিহত হওয়ার ঘটনার পর ১২৬ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এবার সেই অভিশপ্ত বুথে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, শীতলকুচির ওই ১২৬ নম্বর বুথে ফের ভোট নেওয়া হবে আগামী ২৯ এপ্রিল। অর্থাৎ, শেষদফার ভোটগ্রহণের দিন। অন্যান্য সব দফার মতোই ভোট গ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।
