ফের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ ৪ রোগী। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মুম্বইতে থানের কাছে কৌসা এলাকায় প্রাইম ক্রিটিকেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত ৩. ৪০ নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন ও পাঁচটি অ্যাম্বুল্যান্স। ২০ জন রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদের মধ্যে ৬জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে ৪ জনকে বাঁচানো যায়নি । উদ্ধারকার্য চলাকালীন জীবন্ত দগ্ধ হয়ে চার রোগীর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আগুনে হাসপাতালের নিচের তলাটি পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিধায়ক জীতেন্দ্র আহওয়াদ জানিয়েছেন, গোটা ঘটনাটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
