BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি শীতলকুচির ১২৬ নম্বর বুথে

বৃহস্পতিবার রাজ্যে চলছে শেষ দফার ভোট গ্রহণ পর্ব। ৪ জেলার ৩৫ টি আসনের সঙ্গে ভোট গ্রহণ চলছে শীতলকুচির ১২৬ নম্বর বুথে। শীতলকুচির এই বুথেই চতুর্থ দফায় অর্থাৎ ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। সেখানেই আজ ভোট গ্রহণের শুরুতেই উত্তপ্ত হয় এলাকা। উত্তেজনা বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে। তৃণমূলের অভিযোগ, বিজেপির পতাকা থাকা ওই গাড়ি বুথের ২০০ মিটারের মধ্যে রেখে বিজেপি প্রার্থী বিধি ভঙ্গ করেছেন। বিজেপি দাবি করেছে, ভুলবশত গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন প্রার্থী।

আরও পড়ুন-অষ্টম দফায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বীরভূম

তৃণমূলেরর প্রার্থী পার্থপ্রতীম রায় বলেন,”বুথের ২০০ মিটারের মধ্যে কোন রাজনৈতিক পোস্টার বা ব্যানার থাকার কথা নয়। অথচ বিজেপি প্রার্থীর গাড়ি রয়েছে।” বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন,”বুথে গিয়েছিলাম। ভুলবশত গাড়িটি রাখা হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”

রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল শীতলকুচির ওই বুথে সিআইএসএফ-র গুলিতে মৃত্যু হয় ৪ জনের। সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁর। সেইদিন বন্ধ হয় যায় ভোটগ্রহণ। এখনও ঘটনার তদন্ত করছে সিআইডি।

Advt

Previous articleঅষ্টম দফায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বীরভূম
Next articleনয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর