এক অভিনব উদ‍্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব‍্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া   

এক অভিনব উদ‍্যোগ নিল রাজ‍্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি(  cab)। করোনার টিকা( corona vaccine ) দেওয়ার ব‍্যবস্থা করল সিএবি।  সিএবির সঙ্গে যুক্ত সকলে যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন সেই ব‍্যবস্থা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুক্রবার ইডেন গার্ডেন্সে হবে সিএবি-র উদ্যোগে টিকাকরণ ক্যাম্প। ৪৫ বছর বয়সের উর্ধ্বে সিএবির বিভিন্ন কমিটির সদস‍্য, কোচ, আম্পায়ার, স্কোরার, ম্যাচ অবজারভার প্রত‍্যেকেই করোনা প্রতিরোধক টিকা নিতে পারবেন।

১মে পর থেকে ১৮ বছর বয়সের উর্ধ্বে সিএবি অন্তর্ভুক্ত সকল ক্রিকেটাররাও টিকা নিতে পারবেন বলে জানান হয়েছে সিএবির পক্ষ থেকে। টিকাকরন শুরু হবে সকাল ১১:৩০ থেকে চলবে বিকেল ৪ টে অবদি।

আরও পড়ুন:সিএসকে ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন ওয়ার্নার

Advt

Previous articleপ্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, করোনা সংক্রামিত আশাকর্মীকে পাঠানো হল ভোট ডিউটিতে
Next articleভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফ আধিকারিক, ঘটনার রিপোর্ট তলব কমিশনের