সিএসকে ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন ওয়ার্নার

বুধবার চেন্নাই সুপার কিংসের ( Chennai super kings)কাছে ম‍্যাচ হারলেও, সিএসকে ম‍্যাচে  রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের(sunrisers hyderabad )অধিনায়ক ডেভিড ওয়ার্নার(david warner) । আইপিএলের( ipl) প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধশতরান করে নজির গড়লেন তিনি।

আইপিএলে ৫০টি অর্ধশতরানের শীর্ষে রয়েছেন ওয়ার্নার। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। ৪৩টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। তৃতীয় স্থানে রয়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ৪০টি অর্ধশতরান করেছেন তিনি।

শুধু অর্ধশতরানের রেকর্ড নয়, ছয় মারার দিক থেকেও নজির গড়লেন ওয়ার্নার। আইপিএলে অষ্টম ক্রিকেটার এবং চতুর্থ বিদেশি হিসেবে ২০০টি ছয় মারলেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল।

আরও পড়ুন:হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে কী বললেন ধোনি?

Advt

Previous articleকরোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীর
Next articleকরোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট