তৃতীয় ডোজে আজীবন ইমিউনিটি, দাবি ভারত বায়োটেকের

সুখবর শুনিয়েছে ভারত বায়োটেক৷

কোভ্যাক্সিনের তৃতীয় ডোজ নিলে করোনার বিরুদ্ধে আজীবন ইমিউনিটি মিলবে৷ বুধবার এমনই দাবি করেছে কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক৷

সংস্থার দাবি, তামিলনাড়ুর এস আর এম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোভ্যাক্সিনের তৃতীয় ডোজ দেওয়া হয় ৭ জনকে৷ এই ৭ জনই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ দিন আগে৷ ভারত বায়োটেক জানিয়েছে, এ পর্যন্ত ১৯০ জনকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে৷ বিভিন্ন স্তরের পরীক্ষার মাধ্যমে এই ১৯০ জনের রোগ প্রতিরোধ ক্ষমতা মাপা হচ্ছে৷

আরও পড়ুন- ‘আমাকে খুঁজে পায়নি ওদের ব্যর্থতা’, কমিশনকে কটাক্ষ অনুব্রতর

Advt

Previous articleহায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল সিএসকে
Next articleকমিশনের কীর্তি, ভোটের জন্য দু’দিন বন্ধ কলকাতার ৩৬ ভ্যাকসিন সেন্টার