কমিশনের কীর্তি, ভোটের জন্য দু’দিন বন্ধ কলকাতার ৩৬ ভ্যাকসিন সেন্টার

কমিশনের আর এক কীর্তি !

ভোটের জেরে বুধবার থেকে পর পর দু’দিন বন্ধ (closed) থাকছে উত্তর কলকাতার ৩৬টি ভ্যাকসিন সেন্টার (vaccine center )৷ কলকাতা পুরসভার (KMC) মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৗধুরি জানিয়েছেন, শুধুই ৩৬টি ভ্যাকসিন সেন্টার নয়, ভোটের জন্য দু’দিন বন্ধ থাকছে সমসংখ্যক করোনা ট্রেসিং সেন্টারও৷ এই সব স্থানেই হয় ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে অথবা ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকায় ভ্যাকসিন সেন্টার এবং করোনা ট্রেসিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ একসঙ্গে ৩৬টি ভ্যাকসিন সেন্টার একসঙ্গে পর পর দু’দিন বন্ধ থাকার ফলে কয়েক হাজার মানুষের টিকাকরণ আটকে গেলো নির্বাচন কমিশনের অবিবেচক সিদ্ধান্তে ৷

আরও পড়ুন- তৃতীয় ডোজে আজীবন ইমিউনিটি, দাবি ভারত বায়োটেকের

Advt

Previous articleতৃতীয় ডোজে আজীবন ইমিউনিটি, দাবি ভারত বায়োটেকের
Next articleভোট অষ্টমীতে ৩৫ আসনে মেগাফাইট, কমিশনের কড়া নজরে বীরভূম