করোনা আতঙ্কে যাত্রী কমছে, বেশ কিছু ট্রেন বাতিল করল রেল

করোনাভাইরাসের সংক্রমণ উত্তরোত্তর বাড়ছেই। তাই রেলে যাত্রী সংখ্যা কমছে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে। ফাঁকা ট্রেন চালিয়ে লোকসানের বহর বাড়াতে রাজি নয় ইস্টার্ন ও সাউথ ইস্টার্ন রেলওয়ে। তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হল। রেল সূত্রে জানানো হয়েছে আপাতত ১৪ টি প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলির চলাচল বন্ধ থাকবে বলে এ দিন রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল।

 

হাওড়া-বোলপুর (শান্তিনিকেতন) স্পেশাল

 

বোলপুর (শান্তিনিকেতন)-হাওড়া স্পেশাল

 

শিয়ালদহ-আসানসোল স্পেশাল

 

আসানসোল-শিয়ালদহ স্পেশাল

 

হাওড়া-সিউড়ি স্পেশাল

সিউড়ি-হাওড়া স্পেশাল

ভাগলপুর-মুজফফরপুর স্পেশাল

মুজফফরপুর-ভাগলপুর স্পেশাল

নবদ্বীপ ধাম-মালদা স্পেশাল

মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল

দিঘা-আসানসোল স্পেশাল

আসানসোল-দিঘা স্পেশাল

আসানসোল-টাটা স্পেশাল

টাটা-আসানসোল স্পেশাল

 

হাওড়া-বোলপুর (শান্তিনিকেতন) স্পেশাল।

 

বোলপুর (শান্তিনিকেতন)-হাওড়া স্পেশাল।

 

শিয়ালদহ-আসানসোল স্পেশাল

 

আসানসোল-শিয়ালদহ স্পেশাল

 

হাওড়া-সিউড়ি স্পেশাল

সিউড়ি-হাওড়া স্পেশাল

ভাগলপুর-মুজফফরপুর স্পেশাল

 

মুজফফরপুর-ভাগলপুর স্পেশাল

নবদ্বীপ ধাম-মালদা স্পেশাল

মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল

দিঘা-আসানসোল স্পেশাল

আসানসোল-দিঘা স্পেশাল

আসানসোল-টাটা স্পেশাল

টাটা-আসানসোল স্পেশাল।

Advt