Tuesday, July 15, 2025

রাজ্যে আপাতত ১৮ উর্ধ্বদের টিকাকরণ হচ্ছে না, অগ্রাধিকার ৪৫-এর বেশি বয়সীদের

Date:

Share post:

রাজ্যে আপাতত ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন (Vaccine) দেওয়া হচ্ছে না। ৪৫ বছরের উপরে যাঁরা, তাঁদের টিকাকরণ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত। ১৮-র উর্ধ্বদের ভ্যাকসিন কবে থেকে শুরু হবে? সেই বিষয়ে আলোচনা করতে শনিবার, একটি বৈঠকের ডাক দেওয়া হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালের (Hospital) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য দফতর।
সিদ্ধান্ত হয়েছে, ভ্যাকসিন এলে অগ্রাধিকারের ভিত্তিতে ৪৫ উর্ধ্বদের প্রথম ও দ্বিতীয় ডোজ আগে দেওয়া হবে।

রাজ্যজুড়ে ভ্যাকসিনের অভাব। ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন মিলছে না। চরম দুর্ভোগের মধ্যেই ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে এদিন সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan)। সূত্রের খবর, সেই বৈঠকে ১৮ বেশি বয়সীদের বদলে ৪৫ উর্ধ্বদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার উপর জোর দেওয়ার হয়েছে। দ্বিতীয় ডোজ কতজনের বাকি আছে, সোমবারের মধ্যে সে তালিকা হাসপাতালগুলিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতরকে জানিয়ে প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন কিনতে হবে।

সূত্রে খবর, টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে ২ কোটি ডোজ চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩ মাসের যতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, সেই হিসেবে টিকা পাঠাবে তারা। প্রথম মাসে ১০ লাখ কোভিশিল্ড চলে আসারও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে 45 বছরের বেশি বয়সীদের টিকা সম্পূর্ণ করে তবেই 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার দিনক্ষণ ঘোষণা হবে বলে সূত্রের খবর।

Advt

spot_img

Related articles

সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া এবার সাইকেল পেতে চলেছে। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে...

“পঞ্চায়েতের” সচিবজি বাস্তবের মহোরিয়ায় হরিশ যোশী

সৌভিক মহন্তছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়“আপনারা ওয়েব সিরিজে তো সচিবজিকে দেখেছেন, বাস্তবে এই গ্রামের সচিব কিন্তু আমি”। রিলের ফুলেরা (Phulera)...

বাংলাদেশে ভাঙা শুরু সত্যজিৎ-উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়ি! সরব মমতা

শিক্ষা থেকে শিল্প-সাহিত্য, বাংলাদেশে বিপর্যস্ত শিল্পী ও তাঁদের সৃষ্টি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সুশাসনের দাবি জানাচ্ছে তার...

আনুষ্ঠানিকভাবে দল থেকে আসেনি, স্থানীয় কর্মীদের ডাকে মোদির সভায় যাবেন দিলীপ!

আনুষ্ঠানিকভাবে দল থেকে নয়, স্থানীয় কর্মীরাই তাঁকে দুর্গাপুরে মোদির সভায় ডেকেছেন। প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে জল্পনার মধ্যে জানালেন...