তামিলনাড়ুতে এগিয়ে DMK জোট, কেরালায় LDF, অসম ও পুদুচেরিতে NDA

বুথফেরত সমীক্ষার ফলাফলের প্রবণতাই স্পষ্ট অন্য চার রাজ্যের বিধানসভা ভোটের ফল গণনায়। রবিবার সকাল ১০ টার পর গণনার সর্বশেষ পরিস্থিতি: তামিলনাড়ুতে (Tamilnadu) ডিএমকে নেতৃত্বাধীন জোট, কেরলে (Kerala) বামেরা, অসম (Assam) ও পুদুচেরিতে (Puducherry) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে। সকাল ১০ টায় প্রবণতা যেরকম:

অসম বিধানসভা। মোট আসন ১২৬। বিজেপি জোট এগিয়ে ৬৮, কংগ্রেস জোট এগিয়ে ৩৯, অন্যান্যরা ৩।

কেরল বিধানসভা। মোট আসন ১৪০। LDF ৬৮ UDF ৩৬ BJP ১।

পুদুচেরি বিধানসভা। মোট আসন ৩০। বিজেপি এগিয়ে ৮, কংগ্রেস এগিয়ে ৪, অন্যান্য ০।

তামিলনাড়ু বিধানসভা। মোট আসন ২৩৪। DMK এগিয়ে ৭৯, AIADMK এগিয়ে ৪০, অন্যান্য ২।

আরও পড়ুন:মহারাজা তোমারে সেলাম: শতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধাঞ্জলি মমতার

Advt

Previous articleমহারাজা তোমারে সেলাম: শতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধাঞ্জলি মমতার
Next articleশতবর্ষে সত্যজিৎ: অভিনব উদ্যোগ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের