জয়ের পরেই কেন্দ্রের কাছে বিনামূল্যে ভ্যাকসিন দাবি মমতার, না পেলে ধর্না

বিনামূল্যে ভ্যাকসিন না দিলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, রাজ্যে বিপুল জয়ের পরেই করোনার (Corona) টিকা (Vaccine) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল (Tmc) সুপ্রিমো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিনামূল্যে রাজ্যকে টিকা না দিলে গান্ধী মূর্তির সামনে অহিংস আন্দোলনে বসবেন তিনি।

ভোট প্রচারেই রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। বিপুল জয়ের পরে তিনি জানান, সব প্রতিশ্রুতি পূরণ করবেন। কেন্দ্রের কাছে বিনামূল্যে টিকার দাবি করেন তৃণমূল সুপ্রিমো। না হলে ধর্না আন্দোলন শুরু করবেন বলেও জানিয়ে দেন মমতা।

আরও পড়ুন- আমরা পারিনি, মমতার কৃতিত্ব উনি বিজেপিকে আটকেছেন… কার এই বিস্ফোরক স্বীকারোক্তি?

Advt

Previous articleআমরা পারিনি, মমতার কৃতিত্ব উনি বিজেপিকে আটকেছেন… কার এই বিস্ফোরক স্বীকারোক্তি?
Next articleবিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল