করোনার কারণে স্থগিত চলতি মরশুমের আইপিএল, জানালেন রাজীব শুক্লা

করোনার( corona) কারণে স্থগিত চলতি মরশুমের আইপিএল, জানালেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা( bcci vice president rajeev shukla) । একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই(bcci)।

গতকালই করোনার কারণে বাতিল হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের ম‍্যাচ। মঙ্গলবার শোনা যায় করোনায় আক্রান্ত হন ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মুম্বইতে ম‍্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও, মঙ্গলবার একটি সংবাদসংস্থাকে রাজীব শুক্লা জানানা, করোনার কারণে চলতি মরশুমে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

দুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।

আরও পড়ুন:কয়লা পাচার-কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা জ্ঞানবন্ত সিং-এর

Advt

Previous articleপ্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর
Next article‘ব্লেম-গেম’ চালু, কোন পথে ঘুরে দাঁড়াবে দল, দিল্লিকেই বলতে হবে, সরব রাজ্য বিজেপি