ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের

Omicron's group infection in the country

দু’দিন পর বুধবার দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৮ হাজারের কাছাকাছি। করোনাভাইরাসে আক্রন্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ১৮৮।

ইতিমধ্যে ভারতে ১৬ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫ লক্ষ ৬১ হাজার ২৬৭ জন টিকা পেয়েছেন দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ কোটি ৪৮ লক্ষ ৫২ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে চলছে ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কাজ। তবে ভ্যাকসিনের সঙ্কট দেখা দেওয়ায় ঘোষণা সত্ত্বেও ১৮ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ শুরু করা যায়নি।

আরও পড়ুন-বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

দেশে মোট আক্রান্ত ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার পর শুধুমাত্র ভারতেই মোট আক্রান্ত ২ কোটির বেশি। ভারতের পিছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনও দেশে ১ কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

Advt

Previous articleভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleবিরোধী দলনেতার দৌড়েও দলবদলু মুকুল-শুভেন্দু, আজই ঘোষণা হতে পারে নাম