ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম কাজ হবে রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা ৷ আজ তৃতীয়বারের জন্য শপথ নিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
পাশাপাশি রাজ্যে চলতে থাকা হিংসা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা।
শপথ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, কোভিড প্রোটোকল মেনে যেটুকু করা সম্ভব সেটুকু করা হয়েছে ৷
রাজ্যে চলতে থাকা বিভিন্ন হিংসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে তিন মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক নেতা নেত্রী যেখানে জিতেছেন সেখানে অত্যাচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব ৷ কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে ৷
ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান রাজ্যপাল ৷
মুখ্যমন্ত্রী বলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ৷ বাংলার সকল মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ৷ প্রথম কাজ কোভিডকে নিয়ন্ত্রণ করা ৷ কাউকেই রেয়াত করব না। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়।
সমস্ত রাজনৈতিক দলের কাছেই মুখ্যমন্ত্রীর বার্তা, শান্তি বজায় রাখুন। না হলে রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Advt

Previous articleমমতার শপথের পর অশান্তি ইস্যুতে খোঁচা ধনকড়ের, ‘কুরুচিপূর্ণ আচরণ’, পাল্টা তৃণমূল
Next articleফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের