বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

বিসিসিআইয়ের( bcci) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ( bandana shah)। করোনার ( corona)মাঝে আইপিএল (ipl) চালিয়ে গিয়েছে বিসিসিআই, সেই কারণেই মামলা দায়ের করেন তিনি। বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে ১০০০ কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করেন বন্দনা শাহ।

এই জনস্বার্থ মামলার নথিপত্রে বলা হয়েছে, বিসিসিআই যেন ১০০০ কোটি টাকা কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য এই টাকা ব্যয় করে, এবং তাদের কাছে ক্ষমা চায়।

জনস্বার্থ মামলা দায়ের পর আইনজীবী বন্দনা শাহ বলেন, ” দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও, বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গিয়েছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের নুন্যতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। ১০০০ কোটি টাকা কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে।”

আরও পড়ুন:করোনা আক্রান্ত মাইক হাসি, এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না তাঁর

Advt

Previous articleকোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Next articleমমতার শপথের পর অশান্তি ইস্যুতে খোঁচা ধনকড়ের, ‘কুরুচিপূর্ণ আচরণ’, পাল্টা তৃণমূল