Sunday, December 28, 2025

দেশের ঘাটতি মেটাতে রণতরীতে অক্সিজেন বয়ে আনার দায়িত্ব নিল নৌ বাহিনী

Date:

Share post:

দেশজুড়ে এখন অক্সিজেনের চাহিদা প্রবল। তুলনায় যোগান নেই। তাই দেশের এই বিপুল চাহিদা মেটাতে এবার উদ্যোগ নিল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। বিদেশ থেকে অক্সিজেন সিলিন্ডার বা কন্টেনার এনে দেওয়ার দায়িত্ব পালন করতে জলে নামল নৌসেনার ৯টি যুদ্ধজাহাজ। নৌবাহিনী সুূত্রে জানা গিয়েছে, ‘সমুদ্র সেতু রিলিফ অপারেশন’ নামে দেশের তিনটি নৌবাহিনী কমান্ড মুম্বই, বিশাখাপত্তনম ও কোচিতে নিয়ে আসা হচ্ছে লিকুইড মেডিক্যাল অক্সিজেন ও অন্য সরঞ্জাম বয়ে আনার জন্য। কুয়েত, কাতার এবং দক্ষিণ -পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে করোনাভাইরাস ( coronavirus) প্রতিরোধের সামগ্রী। নৌসেনার মুখপাত্র টুইট করে জানিয়েছে, দেশের করোনা সংক্রমণের এই সংকটকালীন পরিস্থিতিতে অক্সিজেন ও অন্যান্য মেডিকেল পণ্যের চাহিদা মেটাতে ভারতীয় নৌবাহিনী অপারেশন সমুদ্র সেতু-২ চালু করেছে। এই মিশনের ফলে ভারতীয় যুদ্ধ জাহাজগুলি বিদেশ থেকে ক্রায়োজেনিক পাত্রে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে।

 

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আইএনএস কলকাতা (INS Kolkata) এবং আইএনএস তালোয়ার (INS Talwar) নামের এই দুটি যুদ্ধ জাহাজকে এই কাজের জন্য পাঠানো হয়েছিল। জাহাজ দুটি গত ৩০ এপ্রিল বাহারিনের মানামা বন্দরে গিয়েছিল। আইএনএস তালওয়ার ইতিমধ্যেই ৪০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে দেশে ফিরে এসেছে। সিঙ্গাপুর থেকে ২১৬ টনের অক্সিজেন সিলিন্ডার ও ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে বিশাখাপত্তনমে। একইসঙ্গে, আইএনএস কলকাতার মাধ্যমে কুয়েত থেকে নিয়ে আসা হয়েছে ২টি ২৭ টনের অক্সিজেন ট্যাঙ্ক ও ৪০০ টি অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও আরো চারটি যুদ্ধজাহাজের মাধ্যমে কাতার, কুয়েত থেকে, লিকুইড অক্সিজেন কন্টেনার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়েছে ভারতে।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...