Saturday, November 29, 2025

গনি-দুর্গে ঘাসফুলের পোয়াবারো, মমতার কাছে ‘আম’-এর ‘প্রতিদান’ চায় মালদহ

Date:

Share post:

নির্বাচনী প্রচারে গিয়ে মালদহবাসীর(Malda) থেকে সেখানকার বিখ্যাত ‘আম’ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মে ফল প্রকাশের পর জানা গেল শুধু আম নয়, আমের পুরো বাগানটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) উপহার দিয়েছেন তারা। চিরকাল কংগ্রেস গড় হিসেবে পরিচিত মালদহে জোড়া ফুলের দাপট ব্যাপকভাবে চোখে পড়েছে একুশের বিধানসভা নির্বাচনে। এই জেলার ১২ টি আসনের মধ্যে ৮টি আসন দখল করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি দীর্ঘ ৫০ বছর ধরে কংগ্রেসের দখলে থাকা সুজাপুরে(sujapur) এবার বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। গোটা ‘আমের বাগান’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পর মালদহবাসীর প্রত্যাশা জেলার ৮ বিধায়কের মধ্যে বেশির ভাগের যেন ঠাঁই হয় মন্ত্রিসভাতে।

আরও পড়ুন:কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী সুশীল কুমারের

এ প্রসঙ্গে সুজাপুরের তৃণমূল কর্মী কামাল হোসেন বলেন, ‘ঐতিহাসিক ফল হয়েছে এই কেন্দ্রে। রাজ্যে সর্বাধিক ভোটে জয়ী হয়েছেন আবদুল গনি। গনি খান চৌধুরীর বাগানে ঘাসফুল ফুটিয়েছে সুজাপুরবাসী। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আবদুল গনিকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক।’ একই সুর শোনা গিয়েছে তৃণমূলের চাঁচোল ব্লকের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তীর গলাতেও। তিনি বলেন, ‘মহকুমা ঘোষণা হলেও চাঁচোল উন্নয়নের দিক থেকে পিছিয়ে। দলনেত্রীর আবেদনে সাড়া দিয়ে এলাকাবাসী নীহাররঞ্জন ঘোষকে এখানে জিতিয়েছেন। নীহাররঞ্জনকে মন্ত্রিসভায় আনা হোক।’ স্থানীয় বাসিন্দাদেরও দাবি, ‘ভোট প্রচারে জেলায় এসে মালদহবাসীর কাছে আম চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মালদহবাসী আমের বাগান উপহার দিয়েছেন তাঁকে। তাই জেলা থেকে ২ থেকে ৩ জনকে যদি মন্ত্রী করা হয়, তবে জেলার যেমন উন্নয়ন হবে উত্তরবঙ্গেরও উন্নয়ন হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন মালদহ জেলার সভাপতি মৌসম বেনজির নূর। তিনি বলেন, ‘দিদির উপর আমার আস্থা রয়েছে। ফলে মালদহ জেলার হাত শূন্য থাকবে না।’

Advt

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...