শীতলকুচির গুলিকাণ্ডে সিট গঠন, আইও-কে তলব ভবানী ভবনে

কথা দিয়েছিলেন ক্ষমতায় এসেই শীতলকুচির ‘গণহত্যা’র তদন্ত করাবেন। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শপথগ্রহণের পরের দিনই ডিআইজি সিআইডি (Dig-Cid) কল্যাণ মুখোপাধ্যায়ের (Kalyan Mukharjee) নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(SIT) গঠন করা হয়েছে। গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে ভবানী ভবনে তলব করল সিআইডি (Cid)। মাথাভাঙা (Mathabhanga)থানার আইসিকে-ও তলব করা হবে বলে খবর সিআইডি সূত্রে।

চতুর্থ দফার ভোটে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ভোটারদের লক্ষ্য করে লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় এলাকার ৪ যুবকের। ঘটনার পরই শীতলকুচিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘটনার তদন্ত হবে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শীতলকুচি ঘটনার তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার।

ইতিমধ্যেই কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে (Debashis Dhar) সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধেও তদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর। আগামী সপ্তাহে মাথাভাঙার আইসিকে তলব করা হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের, কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা

Advt

Previous articleকরোনা সংক্রমণের জের, কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা
Next articleকৃষকদের বিক্ষোভস্থলে করোনার হানা, মৃত প্রতিবাদী বাঙালি তরুণী