দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড ভ্যাকসিনের দাম এবং ব্যবহারে অভিন্ন নীতি নেওয়া হোক। সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের। বিনামূল্যে টিকাকরণের কথা কেন্দ্রকে আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভ্যাকসিনের বিনামূল্যে বণ্টন চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল মমতার সরকার।

আরও পড়ুন-চাঞ্চল্যকর ! স্ট্রংরুম থেকে উদ্ধার হলো নন্দীগ্রামের গণনা না করা ১২টি EVM, ষড়যন্ত্র ফাঁস

জানা যাচ্ছে, রাজ্য সরকার পিটিশনে জানিয়েছে, টিকাকরণ নিয়ে একটাই নীতি নিক কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিতে দামের ক্ষেত্রে যেন কোনও ভিন্ন নীতি না থাকে। কোভিড ভ্যাকসিনের দাম এবং ব্যবহারে অভিন্ন নীতি নেওয়া হোক। সূত্রের খবর, আগামী সোমবার ভ্যাকসিন সংক্রান্ত মামলা উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।
