কিছু কোভিড বিধি মানলে তৃতীয় ঢেউ প্রতিহত করা সম্ভব: কেন্দ্রীয় উপদেষ্টা

খবরটা খুব একটা সুখের না হলেও বাস্তব এটাই যে করোনার তৃতীয় ঢেউ ( third wave of coronavirus) অনিবার্য। দু’দিন আগেই এই অমোঘ সত্যটি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন। শুক্রবার সেই তিনিই আবার বললেন কিছু নিয়মবিধি খুব কঠোর ভাবে মানতে পারলে করোনার তৃতীয় ঢেউ প্রতিহত করা সম্ভব। কী কী সেই কোভিড (covid rules) বিধি যা মানলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব? সে সম্পর্কে এখনই স্পষ্ট করে বিশদে করে কিছু বলেননি কেন্দ্রীয় উপদেষ্টা। তবে তিনি জানিয়েছেন , যদি আমরা কঠোর পদক্ষেপ করি তা হলে সর্বত্র কোভিডের তৃতীয় ঢেউ পৌঁছতে পারবে না। তবে এটা অবশ্যই নির্ভর করবে সেই গাইডলাইন রাজ্য এবং জেলা-শহরে কতটা যথাযথ ভাবে পালন করা হচ্ছে তার উপর(proper guideline)।

মাত্র ক’দিন আগেই কেন্দ্রীয় মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছিলেন, “কোভিড-১৯ ভাইরাস যে গতিতে এগোচ্ছে তাতে করোনার তৃতীয় ঢেউয়ের আক্রমণ অনিবার্য। তবে এই ঢেউ কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না।” সেই সঙ্গে তিনি এও বলেন, ভারতের ডবল মিউট্যান্টের কারণেই সংক্রমণ এতটা মাত্রাছাড়া হচ্ছে। মানুষের শরীরে ঢুকে তা আরও শক্তি বাড়াচ্ছে।

Previous article‘আমরা জানি জরুরি কোনটা’, Central Vista-র সমর্থনে নির্লজ্জ সাফাই মোদির মন্ত্রীর
Next articleবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল