সাময়িক লকডাউন ও ভ্যাকসিনের পক্ষে সওয়াল অ্যান্থনি ফসির

দীর্ঘ দিনের জন্য লকডাউন না করে, এই মুহূর্তে কয়েক সপ্তাহের জন্য সব কিছু বন্ধ রাখা প্রয়োজন। সাফ জানালেন আমেরিকার চিকিৎসক বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি ৷

তিনি বলেন, দেশের যে জায়গাগুলোতে সংক্রমণের হার বেশি, সেগুলো বন্ধ রাখুন। এর অর্থ ছ’মাসের জন্য নয়, তবে দু’হপ্তা, তিন হপ্তা, চার হপ্তার জন্য ৷ এতে কোভিড-19-এর সংক্রমণ ছড়ানোর হার কমবে ৷ এর পর রোগীর সংখ্যা কমতে থাকলে যত দ্রুত সম্ভব আরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক ৷ আর তখনই এই প্যানডেমিককে সামলানো সম্ভব হবে ৷
এরই পাশাপাশি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো প্রয়োজন৷ এ জন্যই আমেরিকা ভারতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন জনারেটর আর পিপিই-কিট-সহ বহু সরঞ্জাম পাঠিয়েছে ৷
তাঁর মতে, এই সময় সংক্রমণ ছড়ানো রুখতে যেটুকু লকডাউন দরকার, সেটা করতে পারলে, শেষ পর্যন্ত তা ভারতের অর্থনীতির জন্য লাভজনক হবে ৷

Advt

Previous articleতামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্ট্যালিন
Next article‘আমাদের জাত-কুল দুটোই গিয়েছে’, দল নিয়ে এবার বিদ্রোহী অশোক