বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (world test championship )এবং ইংল্যান্ডের ( England )বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার ভারতীয় দল(india team) ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি। ১৮ সদস্যের দলে চোট সারিয়ে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী। তবে এই সফরে কে এল রাহুল ও ঋদ্ধিমান সাহাকে দলে রাখলেও আপাতত বিবেচনা করা হয়নি। তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটলেই, ইংল্যান্ডে উড়ে যাবেন তাঁরা।

দলে জায়গা হল না হার্দিক পান্ডিয়া, ও কুলদীপ যাদবের। তবে এই সফরে স্ট্যান্ড বাই হিসাবে থাকছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গে পাঠানো হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং আর্জান নাগওয়াসওয়ালাকেও।
সাউথাম্পটনে আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে বিরাটের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। প্রথম টেস্ট ৪ অগস্ট। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন:করোনা যুদ্ধে এগিয়ে এলেন অশ্বিন, এন ৯৫ মাস্ক দিয়ে সাহায্যের কথা জানালেন
