Saturday, August 23, 2025

দুবরাজপুরে রাজনৈতিক হিংসায় মৃত তৃণমূল কর্মী, আহত ৯, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও রাজনৈতিক হিংসায়(political violence) লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। এদিন ফের দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর(TMC workers)। ঘটনার জেরে আহত হয়েছেন আরো ৯জন তৃণমূল কর্মী। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নৃশংস এই রাজনৈতিক হিংসায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির(BJP) দিকে।

আরও পড়ুন:বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে শুক্রবার রাতে মুক্তিনগর গ্রামে পরিকল্পিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। পাশাপাশি শুক্রবার রাতের পর শনিবার সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূলের পার্টি অফিস আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, একমাস ধরে চলা ভোটের পর, ২মে ফল ঘোষণা হয়েছে। যেখানে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে।এরপর থেকেই রাজ্যের নানান জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বহু জায়গাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। হিংসার একের পর এক ভুয়ো ভিডিও ও ছবি ভাইরাল করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ উঠেছে নির্বাচনে হারের পর বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। যার জেরে একের পর এক ভুয়ো ভিডিও ছড়িয়ে পরিকল্পিত অশান্তি বাধানোর চেষ্টা করছে তারা।

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...