ভোটপর্ব মিটতেই তামিলনাড়ুতে সোমবার থেকে ২ সপ্তাহ পূর্ণ লকডাউনের ঘোষণা

তামিলনাড়ুতে মিটেছে ভোটপর্ব। করোনার চোখ রাঙানির মধ্যেই গঠিত হয়েছে নতুন সরকার। এবার করোনা মোকাবিলায় তৎপর হয়েছে রাজ্য সরকার। করোনা সংক্রমণের রাশ টানতে পূর্ণ লকডাউনের পথ বেছে নিল স্ট্যালিনের সরকার। শনিবার সরকারে তরফে ঘোষণা করা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ‘অনিবার্য পরিস্থিতি’তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী সোমবার, ১০ মে থেকে লকডাউন শুরু হবে। চলবে ২৪ মে পর্যন্ত।
অবশ্য পূর্ণ লকডাউনের মধ্যেও ‘অত্যাবশ্যকীয় পণ্য’-এর বাজার অর্থ্যাৎ মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান ১২টা অবধি খোলা রাখা যাবে।রেস্তরাঁগুলি থেকে শুধু মাত্র হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

 

Previous articleজয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা রিটার্নিং অফিসারের কম্পালসরি ওয়েটিং
Next articleবিজেপি ‘ডবল ইঞ্জিন’ সরকার চেয়েছিল, মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে: মমতা