Wednesday, December 3, 2025

নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগ, বহিষ্কার করা হল তৃণমূলের দুই নেতাকে

Date:

Share post:

নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে(BJP) টক্কর দিয়ে লেটার মার্কস সহ পাস করলেও তৃণমূলের(TMC) অন্দরে বেশকিছু সমস্যা রয়েই গিয়েছে। বিজেপির কাছে হেরে যাওয়া একাধিক বিধায়ক(MLA) দাবি করেছেন দলের বেশ কয়েকজন নেতা নির্বাচনী লড়াইয়ে তাদের সাহায্য করা তো দূরে থাক, উল্টে দলে থেকে পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করেছে। ভোট পর্ব মিটতেই বিজেপিকে তলে তলে সাহায্য করা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো তৃণমূল। নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হলো খেজুরীর প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল(Ranjit Mondal) ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে(anandamay adhikary)।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ১৬ টি বিধানসভা আসনের মধ্যে ৯ টি বিধানসভা আসনে জয়লাভ করেছে তৃণমূল। ৭ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, এই জেলায় যে কটি আসনে বিজেপি জিতেছে সেখানে রয়েছে গদ্দারদের ভূমিকা। তৃণমূলে থেকেও পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করে গিয়েছেন বেশ কয়েকজন নেতা। এই অভিযোগেই প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল ও আনন্দময় অধিকারীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “রণজিৎ মন্ডল ও আনন্দময় অধিকারীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ ওরা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে। ওনারা যদি নিজে থেকে সরে যান তাহলে ভাল। না হলে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন:‘চোর, লম্পট, দুশ্চরিত্রদের জন্য বঙ্গে বিজেপির এই হাল’, ফের বিস্ফোরক তথাগত

উল্লেখ্য, শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত এই দুই তৃণমূল নেতা। শুভেন্দুর দলত্যাগের জল্পনার মাঝেই তার একাধিক সভায় দেখা গিয়েছিল এনাদের। এই দুই তৃণমূল নেতার ঘরের মাঠ খেজুরি ও হলদিয়াতে বিজেপির কাছে হার হয়েছে তৃণমূলের। বেশ কয়েক হাজার ভোটে এই দুই কেন্দ্রে বিজেপির কাছে হেরেছেন তৃণমূলের পার্থপ্রতিম দাস ও স্বপন নস্কর। এই হার পর্যালোচনার পর ওই দুই নেতার বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। এরপরই দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয় তৃণমূলে অন্যতম শীর্ষ এই দুই নেতাকে। যদিও এই বহিষ্কার প্রসঙ্গে রণজিৎ মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আনন্দময় অধিকারী বলেন, ‘আমি এই ধরনের কোনো নোটিশ এখনো পাইনি। আগে নোটিশ পায় তারপরে দেখব।’

Advt

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...