দেশে একদিনে সুস্থ হয়েছেন সাড়ে ৩ লক্ষের বেশি, কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

ফাইল ছবি

টানা ৪ দিন আক্রান্তের গণ্ডি ৪ লক্ষ পার করার পর সোমবার খানিকটা কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। রবিবারের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যাও। রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪। রবিবার দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ৯২।

এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। দেশে করোনায় টিকাকরণ হয়েছে ১৭ কোটিরও বেশি।

আরও পড়ুন-লকডাউনে না-মানুষদের সাহায্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ ওড়িশা সরকারের

লকডাউন চলছে দিল্লি, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর মতো বেশ কয়েকটি রাজ্যে। এই রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই দিল্লিতে বন্ধ হয়েছে মেট্রো পরিষেবা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ১২৪জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন।

Advt